
রাতের আধারে এক কিশোর কে খুনের চেষ্টা এক দল
যুবকের।সিমান্ত রক্ষী বাহীনির তৎপরতায় আশঙ্কাজনক অবস্তায় ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আশা হয় আহত কিশোর কে।
ঘটনা কদমতলা থানার
অন্তর্গত নতুন বাজার ইচাইরপাড় ২ নং অয়ার্ড এলাকায়। আহত কিশোরের
মা রীনা বেগমের অভিযোগ জাগা সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা।
ঘটনার বিবরণে যানা যায় বুধবার রাত সাড়ে আঁট টা নাগাদ ইচাইড়পাড়
এলাকায় নিজ বাড়ি থেকে কিছুটা দূরে
জহর উদ্দিন (১৬) পিতা তহুল মিয়া নামে ওই কিশোর কে একদল যুবক বাইকে
করে এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারে কুপিয়ে পালিয়ে
যায়।
ইচাইরপাড় সীমান্ত এলাকা হওয়ায় সেখানে মোতায়ন ছিল সীমান্ত রক্ষা বাহিনির
জাওয়ানরা।ঘটনার পর সাথে সাথে সীমান্ত রক্ষা বাহিনির
জাওয়ানরা গুরুতর আহত অবস্তায় জহর উদ্দিন কে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে।প্রাথমিক
চিকিৎসা পরে উন্নত চিকিতসার জন্য রেফার করা হয়েছে বলে যানা গেছে। গোটা ঘটনা কে
কেন্দ্র করে চাঞ্চল্য বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে কদমতলা থানার পুলিশ।
0 মন্তব্যসমূহ