
রবিবার
আগরতলা শিলচরগামী রেলে কাটা পরে মৃত্যু এক অজ্ঞাত পরিচয়ের চল্লিশ বছরের মহিলার। ঘটনা লংতরাই টার্নেলের ভিতরে, ঘটনার পর শিলচর
আগরতলাগামী রেলের চালক আমবাসা স্টেশনে খবর দেন।
খবর পেয়ে আমবাসা স্টেশনের রেল পুলিশ
ঘটনাস্হলে পৌছায়। সেখান থেকে রাতে মৃত দেহটি জেলা হাসপাতালে আনা হয়। রেল পুলিশের
এক আধিকারিক জানান এক বাঙালি মহিলার মৃত দেহ রেল লাইনে পড়ে রয়েছে খবর পেয়ে
ঘটনাস্হলে যান। তবে মহিলার কোন পরিচয় জানা যায়নি। সোমবার মৃত দেহের ময়না তদন্ত করা
হবে বলে জানান।
0 মন্তব্যসমূহ