
সাংসদ রেবতি ত্রিপুরার বাড়িতে হামলা। গতকাল গভীর রাতে সাংসদ রেবতি ত্রিপুরার গন্ডাছড়াস্থিত বাড়িতে হামলা চালায় আই.পি.এফটির কর্মিরা। ইট, পাটকেল সহ ২ রাউন্ড গুলি চালানো হয়। অগ্নি সংযোগ করা হয় সাংসদ রেবতি ত্রিপুরার বাড়িতে থাকা গাড়ি ও বাইকে।
পরিস্থিতি উত্তপ্ত, মোতায়েম করা হয়েছে বিশাল পুলিশ বাহিনি। শারিক দল আই.পি.এফ.টি কর্মিরা গন্ডাছড়ার বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে বিজেপি কর্মিদের উপর, এমনই অভিযোগ বিজেপির। গোটা গন্ডাছড়া মহকুমা জুড়ে আতঙ্কের পরিবেশ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে নামানো হয়ে্ছে বিশাল পুলিশ ও টি.এস.আর বাহিনি।
0 মন্তব্যসমূহ