
ভারতের নয়, ভুটানের মুদ্রা এবং মোবাইল নেটওয়ার্ক দিয়ে চলে অসমের দুটি গ্রাম ! আশ্চর্য হলেও এটিই সত্য।
অসমের
কোকরাঝার জেলার ভারত-ভূটান সীমান্তের সরলপাড়া এবং উল্টাপানী অঞ্চলের
বাসিন্দাদের জীবন নির্ভরশীল ভুটানের মুদ্রা এবং ভুটানের মোবাইল নেটওয়ার্কের
ওপর।
অবিশ্বাস্য
কথাটি হল, বর্তমান একবিংশ শতাব্দীতে এসেও গ্রামগুলোতে ব্যাংকের কোন
সুযোগ-সুবিধা নেই। এবং এই সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হবার জন্যে অঞ্চলবাসী
ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন চাহিদা পূরণ করার জন্যে ভুটানের টাকা ব্যবহার
করে আসছে।
ভারতীয় টাকার প্রচলন সেখানে সীমিত। টাকার মতোই গ্রামবাসীরা মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করছে ভুটানের টাচি সিম কার্ড।
লজ্জাজনক
বিষয়টি হল, সরলপাড়া অর্থাৎ যে গ্রামকে অসম সরকার ওবং বিটিসি প্রশাসন আদর্শ
গ্রাম হিসেবে ঘোষণা করেছিলেন, সে গ্রামের আজ এই অবস্থা !
0 মন্তব্যসমূহ