আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার ঊনকোটি জেলার জেলা শাসক
তথা রিটার্নিং অফিসার রবীন্দ্র রিয়াং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের
নিয়ে সর্বদলিয় বৈঠক করেন।
ঊনকোটি জেলার জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত
হয় এই বৈঠক। বৈঠক শেষে রিটার্নিং অফিসার রবীন্দ্র রিয়াং সাংবাদিক সম্মেলনে
মিলিত হন। সাংবাদিক সম্মেলনে তিনি জানান ঊনকোটি জেলায় জেলা পরিষদের ১৩ টি
আসন, পঞ্চায়েত সমিতির ৩৯ টি আসন এবং ৫৯ টি গ্রাম পঞ্চায়েতে ৩৩০ টি আসন
রয়েছে। এই আসন গুলির জন্য ১৪৩ টি লোকেশনে ২৩৯ টি পোলিং স্টেশন রয়েছে।
ভোট
হবে ব্যালট পেপারে। জেলা পরিষদের জন্য সাদা রঙের ব্যালট, পঞ্চায়েত সমিতির
জন্য গোলাপি রঙের ব্যালট ও জেলা পরিষদের জন্য সবুজ রঙের ব্যালটে ভোট নেওয়া
হবে বলে জানান তিনি।
0 মন্তব্যসমূহ