About Me

header ads

ত্রিপুরা'কে প্রথম পুরুস্কার অল ইন্ডিয়া স্কুল গেইম ফেডারেশনের!

গত বছর যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর বেশ কিছু ইভেন্ট সফলতার সাথে সম্পন্ন করেছে। তার মধ্যে অন্যতম ছিল নর্থইস্ট ইয়ুথ ফেস্টিভ্যাল। ৬৪ তম অনুর্ধ ১৭ জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা সফলতার সাথে করা হয়েছে। যার মধ্যে সমগ্র দেশ থেকে ৪০১ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেছিল। এই প্রতিযোগিতায় ত্রিপুরার বড় প্রাপ্তি ত্রিপুরার মেয়েরা প্রথমস্থান দখল করেছে। একই সাথে অনুর্ধ ১৪, অনুর্ধ ১৭ ও অনুর্ধ ১৯ এই তিনটি বিভাগে জিমনাস্ট্রিকের আসর ত্রিপুরাতে সংগঠিত করা হয়েছে

এই প্রতিযোগিতা গুলি সফল ভাবে করার জন্য অল ইন্ডিয়া স্কুল গেইম ফেডারেশন ত্রিপুরা রাজ্যকে প্রথম পুরুস্কার প্রদান করেছে।  মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান ক্রীড়া মন্ত্রী মনোজ কান্তি দেব। তিনি আরও জানান এই বছর পুরুষ বিভাগের অনুর্ধ ১৭  জাতীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রাজ্যে। এছাড়াও ২১ জুন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হবে বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ