About Me

header ads

ত্রিপুরায় বিমান পরিষেবা নিয়ে সংসদে সরব প্রতিমা ভৌমিক!

রাজ্যের বিমান পরিষেবার উন্নয়নের জন্যে ত্রিপুরা যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার এই নিয়ে লোকসভায় প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে আগরতলা-দিল্লির মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার দাবি জানিয়েছেন রাজ্যের সাংসদ প্রতিমা ভৌমিক।

বিমান পরিষেবার প্রত্যাহ্বানগুলো দূর করে, পরিষেবা বৃদ্ধির জন্যে অতি শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।

ত্রিপুরা রাজ্য থেকে জনগণ বাইরের রাজ্যে নিয়মিত যাতায়াত করছেন। এতে তাঁদের যেন কোন ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় , সে দিকে লক্ষ্য রেখে খুব দ্রুত বিমান পরিষেবার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। বললেন সাংসদ প্রতিমা।

শুধু তাই নয়, আগরতলা-দিল্লি রুটে এক জোড়া বিমান পরিষেবা আরম্ভ হলে মানুষের ভোগান্তির কিছুটা নিরসন হবে বলে জানিয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক।

তাছাড়া, আগরতলা-কলকাতার মধ্যেও বিমানের সংখ্যা যথেষ্ট কম। এই পথেও বিমান সংখ্যা বাড়ানো দরকার।

উল্লেখ্য, প্রতিমা ভৌমিক অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হারদিপসিং পুরীকে লিখিতভাবে বিমানের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্যে লিখিত আবেদন করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ