About Me

header ads

এবার থেকে আগরতলা বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দর!

গুয়াহাটি এবং ইম্ফলের পর এবার আগরতলা বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দর হতে যাচ্ছে।

জানা গেছে, এবছরের শেষে বা আগামী বছরের শুরুতেই উত্তর-পূর্বাঞ্চলের এই তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দরটি চালু হবে।

ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে, আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে তৈরি করার জন্য তোড়জোড় কাজ চলছে। এবং এবছরের শেষে এই কাজ সম্পন্ন হয়ে যাবে আশা করা হচ্ছে। কিন্তু বর্ষাকাল যদি কাজে বাগড়া দেয় তাহলে আগামী বছরের শুরুতে এই কাজ সম্পন্ন হয়ে যাবে।

আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উন্নীত করতে প্রায় ৪৩৮ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

১৯৪২ সালে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের দ্বারা তৈরি হওয়া এই আগরতলা বিমানবন্দরকে উন্নীত করার জন্য ইতিমধ্যে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব।

আগরতলা বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে তৈরি হওয়ার পর সেখান থেকে ঢাকা সহ বাংলাদেশের বেশ কিছু শহর যেমন চট্টগ্রাম এবং সিলেট শহরেও বিমান চালু করা হবে বলে জানা গিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ