
এক যুবতিকে ধর্ষণের দায়ে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাবাস ও
৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সাজা শুনাল পশ্চিম জেলার
ফাস্ট ট্র্যাক কোর্ট। সাজা প্রাপ্ত আসামির নাম পিন্টু ঘোষ। ঘটনাটি ঘটেছিল
২০১২ সালে। ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করা হয়
ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে।
ঘটনার তদন্ত করে মামলার তদন্তকারি অফিসার
আদালতে চার্জ সিট জমা দেয়। মামলার শুনানি কালে মোট ৮ জন সাক্ষীর সাক্ষ্য
বাক্য গ্রহণ শেষে আদালত এইদিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা
করে। সহকারী সরকারি আইনজীবী অরবিন্দ দেব জানান আদালত এইদিন অভিযুক্তকে দোষী
সাব্যস্ত করে ১০ বছরের কারাবাস ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই
মাসের সাজা ঘোষণা করে। একই সাথে আদালত নির্দেশ দেয় জরিমানার টাকা যেন
ধর্ষিতার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মামলা চলাকালিন সময় ধর্ষিতার
পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হয় রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী একজন
ধর্ষিতা যে আর্থিক সাহায্য পেয়ে থাকে তা যেন প্রদান করা হয়। এইদিন আদালত
আইন সেবা কতৃপক্ষকে নির্দেশ দেয় নির্যাতিতা যেন রাজ্য সরকারের বিধান
অনুযায়ী আর্থিক সাহায্য পায় সেই বিষয়টি দেখার জন্য।
0 মন্তব্য