About Me

header ads

এক মিনিটে ৬,৫০০ চারাগাছ রোপণ রেকর্ডঃ ত্রিপুরার!

৫ জুন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সুন্দর; সবুজ ত্রিপুরা গড়ে তোলার প্রতিশ্রুতি এবং জনগণের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছিলেন।

কথা অনুযায়ী, বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে মাত্র ১ মিনিটে ৬,৫০০ গাছের চারা রোপণ করা হয়েছে। এ এক বিশাল রেকর্ড। সেই সঙ্গে শহরের মানুষ এবং পাখিদের মস্ত পাওনা।

ত্রিপুরার গোমতি জেলার জেলা সদর উদয়পুরের কড়ুইয়ামুড়াতে ৮ নম্বর জাতীয় সড়কের দু-পাশে চারা গাছগুলো লাগানো হয়েছে অত্যন্ত যত্নসহকারে।

মুখ্যমন্ত্রী নিজেও চারা রোপণ করেছেন। টুইট করে বিপ্লব দেব বলেনঃ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বন দফতর মন্ত্রী মেবারকুমার জমাতিয়া, কৃষি, পর্যটন এবং পরিবহণ দফতরের মন্ত্রী প্রণজিত সিংহরায় প্রমুখ।

বিপ্লব দেব বলেন, ত্রিপুরাকে সুন্দর করে গড়ে তোলার জন্যে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। রাজ্যকে সুন্দর করে সাজানোর কাজে জনগণের প্রচেষ্টাকে ব্যর্থ হতে দেবে না এই সরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ