About Me

header ads

২২ জুন প্রকাশ পাবে এনআরসি অতিরিক্ত খসড়া!

উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশে ১৫ জুন এনআরসি অতিরিক্ত খসড়া প্রকাশের কথা ছিল। এই সময়সীমা বৃদ্ধি করে ২২ জুন করা হয়েছে।

এবারও এনআরসি খসড়ায় কিছু কিছু নাম বাদ পড়ার আশংকা করা হচ্ছে। এনআরসি’ র কাছে জমা পড়া ৩.২৯ কোটি আবেদনের মধ্যে শেষ পর্যন্ত প্রায় ৪০ লক্ষ অসমবাসির নাম খারিজ হয়ে গিয়েছিল কমিশনের দ্বিতীয় এবং চূড়ান্ত ড্রাফটে।

বিদেশি ন্যায়াধিকরণ বিদেশি আখ্যা দেয়া এবং ভোটার তালিকায় ডি-ভোটার হয়ে থাকা বহু মানুষের নাম এনআরসি খসড়ায় অন্তর্ভুক্ত হয়ে থাকার সন্দেহ করা হয়েছিল।

এনআরসি কর্তৃপক্ষ বিষয়টি পুনরীক্ষণের পর আর একটি অতিরিক্ত খসড়া প্রকাশের জন্যে উচ্চতম ন্যায়ালয়ে আবেদন জানিয়েছিল।

আদালতের অনুমতিক্রমে আগামি ২২ জুন প্রকাশ পাবে অতিরিক্ত খসড়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ