About Me

header ads

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার ১,০১৬ জনের হয়েছে কর্মসংস্থান!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৌশল বিকাশ যোজনার আওতায় সুফল পাচ্ছে বহু বেকার যুবক-যুবতীরা।

ত্রিপুরা রাজ্যে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় প্রশিক্ষণের সুযোগ লাভ করে মোট ১ হাজার ১৬ জনের কর্মসংস্থান হয়েছে। এবং তাঁরা বর্তমানে নিজেদের সাথে পরিবারের মানুষদেরও সামান্য কিছু হলেও আলোর মুখ দেখাতে সক্ষম হচ্ছেন। যথেষ্ট আশার বিষয় এটি !

কর্মসংস্থান হওয়া এই সমস্ত যুবক-যুবতীদের ছাড়াও আরো প্রায় ৫ হাজার ৬৫ জনের প্রশিক্ষণ ইতিমধ্যে শেষ হয়েছে বলেই জানা গেছে।

স্কিল ডেভেলপমেন্ট অধিকর্তা স্মিতা মল এমএস জানিয়েছেন, নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব যথেষ্ট আশাবাদী এই যোজনা নিয়ে।

যেহেতু আজকাল দেশে সরকারি চাকুরির বাজার মন্দা, তাই বেকারদের স্বনির্ভর করে তোলার জন্যে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেয়া জরুরি হয়ে পড়েছে। এতে তাঁরাও যথেষ্ট সাহস লাভ করতে পারছে।

প্রধানমন্ত্রীর এই যোজনায় মোট ২৮ হাজার ৯ জনকে কেন্দ্রীয় সরকার প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা ধার্য করে দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ