
ধারঘাট বিধানসভা কেন্দ্রের পাঁচ বারের বিধায়ক ছিলেন তিনি।বেশ কিছু দিন
ধরেই দিলীপ সরকার ভুগছিলেন লিভারের রোগে। ভর্তি ছিলেন দিল্লির Apollo
হাসপাতালে। সেখানেই চিকিতসা চলছিল তাঁর। রবিবার ঐ হাসপাতালেই রাত ২টা ৩৭
মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১
বছর।পাঁচ বারের বিধায়ক ছিলেন দিলীপ সরকার। জীবনের বেশিরভাগ সময় যুক্ত
ছিলেন কংগ্রেসের রাজনীতির সঙ্গে। ২০১৬ সালে যে ছয় জন বিধায়ক কংগ্রেস
ছেড়ে তৃনমূলে যোগ দেন তাদের মধ্যে দিলীপ সরকারও ছিলেন। তারপর এক বছর পর
ঘাসফুল ছেড়ে দিলীপ সরকার অন্যদের সঙ্গে যোগ দেন পদ্মফুলে। ২০১৮ সালে
বিজেপির টিকিটি বাধারঘাট থেকেই জয়ী হন তিনি। অকৃতদার এই মানুষটি এলাকায়
পরিচিত ছিলেন তাঁর পরোপকারী হিসাবে।