
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ১২ ফেব্রুয়ারি, ২০১৮-র নির্দেশ কে অসাংবিধানিক
বলে ঘোষণা করল সুপ্রিম কোর্ট। ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদ সংক্রান্ত বিষয়
নিয়ে গত বছরের ১২ ফেব্রুয়ারি একটি নির্দেশ জারি করেছিল শীর্ষ ব্যাঙ্ক।
মঙ্গলবার সেই নির্দেশকে অসাংবিধানিক আখ্যা দিল দেশের শীর্ষ আদালত।
নির্দেশ জারি করে দেশের অর্থনীতির অনুৎপাদক সম্পদ নিয়ে কিছু প্রকল্প চালু করার পরিকল্পনা ছিল রিজার্ভ ব্যাঙ্কের।
২০১৬
এর দেউলিয়া বিধি অনুসারে টার্ম লোনের ক্ষেত্রে ওয়ান ডে ডিফল্ট নিয়ম চালু
করার প্রস্তাব রেখেছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এক্ষেত্রে ব্যাঙ্ক থেকে কেউ
নির্দিষ্ট পরিমাণ অর্থ ঋণ নিয়ে শোধ করতে এক দিন দেরি হলেও তাকে ডিফল্টার
হিসেবে ধরা হতো। ২০০০ কোটি টাকার বেশি পরিমাণ অর্থের ক্ষেত্রে টাকা শোধ
করার পদ্ধতি শুরু করার ক্ষেত্রে ১৮০ দিনের থেকে এক দিন দেরি হলেও সেই
গ্রাহককে দেউলিয়া ঘোষণা করতে পারত ব্যাঙ্ক।
চলতি বছরের মার্চ মাসেই
কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়ে দিয়েছিল অনুৎপাদক সম্পদ সংক্রান্ত সমস্ত বিষয় ১২
ফেব্রুয়ারি, ২০১৮-র জারি করা নির্দেশের আওতায় পড়বে। সেই নির্দেশকেই
মঙ্গলবার অসাংবিধানিক হিসেবে ঘোষণা করল সুপ্রিম কোর্ট।