
লোকসভা ভোটের একদিন আগে রাফাল মামলায় রায় দেবে সুপ্রিম কোর্ট। বুধবার সকাল
সাড়ে ১০টায় রাফাল মামলার রায় শোনাবে দেশের শীর্ষ আদালত। প্রসঙ্গত, গত ১৪
ডিসেম্বর এ মামলা সংক্রান্ত এক রায়ে সুপ্রিম কোর্ট জানায়, রাফাল চুক্তিতে
কোনও অসঙ্গতি হয়নি। একইসঙ্গে এ মামলায় আদালতের নজরদারিতে তদন্তের আবেদন
খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। সেই রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে
আদালতের দ্বারস্থ হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা, অরুণ শৌরি ও
প্রশান্ত ভূষণ।
উল্লেখ্য, গতমাসে শুনানিতে রাফাল চুক্তি সংক্রান্ত গোপন নথি
সামনে আসে। দ্য হিন্দু সংবাদপত্র ও সংবাদসংস্থা এএনআইতে এই নথি প্রকাশ্যে
আনা হয়। এই গোপন নথিকেই হাতিয়ার করে সুপ্রিম কোর্টে সওয়াল করেন
আবেদনকারীরা। এদিকে, কেন্দ্রের তরফে দাবি করা হয়, প্রতিরক্ষামন্ত্রক থেকে
চুরি গিয়েছে রাফাল সংক্রান্ত গোপন নথি। পরে ১৮০ ডিগ্রি ঘুরে কেন্দ্রের
অ্যাটর্নি জেনারেল কে বেণুগোপাল দাবি করেন, চুরি যায়নি, বেআইনি ভাবে ওই নথি
ফোটোকপি করা হয়েছে। ওই গোপন নথি ‘প্রামাণ্য নথি’ হিসেবে গ্রাহ্য করা হবে
কিনা সে নিয়ে প্রশ্ন তোলে সরকার।
এর আগে, গত ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট ৩৬টি
রাফাল যুদ্ধ বিমান কেনার ব্যাপারে অনিয়ম হয়েছে বলে যে সমস্ত জনস্বার্থ
মামলা দায়ের করা হয়েছিল, সেগুলি সবই খারিজ করে দেয়। প্রধান বিচারপতি রঞ্জন
গগৈয়ের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, রাফাল যুদ্ধবিমান
কেনার ক্ষেত্রে কেন্দ্রের চুক্তি প্রক্রিয়ায় আদালত সন্তুষ্ট। এই চুক্তিতে
কোনওরকম হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছিল দেশের শীর্ষ আদালত।