
এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি জুতো ছুঁড়লেন বিজেপি নেতার দিকে। ঘটনাটি
দিল্লিতে বিজেপি সদর দফতরের। নিজের বক্তব্য রাখছিলেন বিজেপি সাংসদ জিভিএল
নরসীমা রাও। তখন ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি জুতো ছোড়েন। সঙ্গে সঙ্গে বিজেপি
স্বেচ্ছাসেবকরা ওই ব্যক্তিকে ধরে ঘরের বাইরে নিয়ে যান।
#WATCH Delhi: Shoe hurled at BJP MP GVL Narasimha Rao during a press conference at BJP HQs .More details awaited pic.twitter.com/7WKBWbGL3r— ANI (@ANI) April 18, 2019
নতুন দিল্লিতে
বিজেপির সদর দফতর। চলছে সাংবাদিক সম্মেলন। বক্তব্য রাখছেন বিজেপি সাংসদ
জিভিএল নরসীমা রাও। উপস্থিত ছিলেন অন্য নেতারাও। সেই সময় ওই সাংসদকে
লক্ষ্য করে উড়ে আসে জুতো। সামান্যের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়। সঙ্গে
সঙ্গে বিজেপি স্বেচ্ছাসেবকরা ওই ব্যক্তিকে ধরে বাইরে নিয়ে যান। বিজেপি
সাংসদ বিষয়টি নিয়ে কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তোলেন।