
পশ্চিম ত্রিপুরা আসনে পুনরায় ভোটের দাবি জানালো কংগ্রেস। এক
সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন রাজ্য কংগ্রেসের মুখপাত্র হরেকৃষ্ণ
ভৌমিক। সন্ধ্যায় কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হরেকৃষ্ণ ভৌমিক
এবং তাপস দে অভিযোগ করেন পশ্চিম আসনে দেদার রিগিং করেছে শাসক দল।
কংগ্রেস প্রথমে ১৫১ বুথে পুনঃভোটের দাবি করেছিল। কিন্তু বিভিন্ন এলাকা থেকে খবর
নিয়ে কংগ্রেস গোটা পশ্চিম আসনে আবার ভোটের দাবি জানাচ্ছে বলে জানিয়েছেন
তারা। সেইসঙ্গে রাজ্য কংগ্রেস নেতারা দাবি করেছেন অবিলম্বে যেন মুখ্য
নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরণীকান্ত, পশ্চিম আসনের রিটার্নিং অফিসার
মিলিন্দ রামটেক, রাজ্য পুলিসের মহা নির্দেশক অখিল কুমার শুক্লা এবং নতুন
নিয়োগ হওয়া স্পেশাল ডিজি পুনিত রস্তোগীকে সরানো হয়। এবং তাদের জায়গায়
নতুন আধিকারিক নিয়োগ করা হয়। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, ডিজি সব কিছু
জেনেই ভি এস যাদবের নাম স্পেশাল ডিজি হিসাবে নির্বাচন কমিশনের কাছে
প্রস্তাব করেছিল। অথচ ভি এস যাদব অসুস্থতার জন্য ছুটিতে রয়েছেন।