
শত প্রতীক্ষার পর এলেন না বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহজি। তিনি
মোবাইল যোগে ডি এন বিদ্যামন্দির ময়দানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকের
অভিবাদন জানিয়ে বললেন দার্জিলিং এর সভায় অতিরিক্ত সময় ব্যয় হওয়ায় তিনি
ধর্মনগরে আসতে পারেন নি। তিনি উপস্থিত সকলের কাছে রেবতী ত্রিপুরার সমর্থনে
ভোট চান। তবে আচমকা ধর্মনগরের নির্বাচনী জন সভায় অমিত শাহ উপস্থিত না হওয়ার
কথা শুনে ময়দানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের অমিত শাহজির আলোচনা শুনার
আশা ভঙ্গ হয়।
কেননা সকাল থেকেই অধির আগ্রহে তারা সর্বভারতীয় সভাপতির আলোচনা
শোনার জন্য অপেক্ষা করছিল।মহিলারা ফুলের থালা নিয়ে অপেক্ষা করছিলেন অমিত
শাহকে স্বাগত জানানোর জন্য।এরি মধ্যে তার না আশার সংবাদ পৌঁছাতেই লক্ষ্য
করা যায় কানায় কানায় ভরা ডিএনবিদ্যামন্দির ময়দান খানিকের মধ্যেই খালি হয়ে
যায়। অনেকটা খালি ময়দানেই অল্প কিছু কথা বলেই মুখ্যমন্ত্রী বিদায় নেন।