সপ্তদশ লোকসভা নির্বাচনে রাজ্যের মোট দুটি আসনে দলীয় দুই প্রার্থীর হয়ে
প্রচার চালাতে আগামী ৬ এপ্রিল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
সূত্রের খবরে জানা গেছে, এদিন তিনি উদয়পুরের কেবিআই ময়দানে বিশাল
নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন৷ সূত্রটি আরও জানিয়েছে, ত্রিপুরার দুটি
লোকসভা আসনের নির্বাচনী প্রচারে অন্য বেশ কয়েকজন হেভিওয়েট নেতা তথা
কেন্দ্রীয় মন্ত্রীও রাজ্যে আসবেন৷
তবে তাঁরা কবে আসছেন সে ব্যাপারে এখনও
চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে দলীয় সূত্রটি জানিয়েছে৷ এদিকে,
বিজেপির প্রদেশ কমিটির সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং
উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ ঝোড়ো নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন৷
ইতিমধ্যেই গত কয়েকে দিন তাঁরা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার সভায় ভাষণ
দিয়েছেন৷ তাছাড়া দলের কার্যকর্তারা পদব্রজে পাড়ায়-পাড়ায় বাড়ি-বাড়ি
গিয়ে দলীয় প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন ভোটারদের৷ সামগ্রিক
উন্নয়ন আর রাজনীতির মোড়কে এবারের নির্বাচনী প্রচার তেজি করছে বিজেপি৷
তবে প্রচারের জৌলুসে বিজেপির সঙ্গে সমানে টক্কর দিতে আপ্রাণ চেষ্টা করছে
বিরোধী বাম ও কংগ্রেস দলও৷