About Me

header ads

মুম্বইয়ে ব্রিজ ভেঙে বিপত্তি, মৃত ৬

মুম্বইয়ে ভেঙে পড়ল ফুট ওভার ব্রিজ। বৃহস্পতিবার সন্ধ্যায় ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস সংলগ্ন ওভারব্রিজ ভেঙে পড়েছে। এ ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন আরও ৩০ জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে। এ নিয়ে গত এক বছরে দু’বার ব্রিজ ভেঙে পড়ল বাণিজ্যনগরীতে। গতবছর আন্ধেরিতে জি কে গোখেল রোড ওভারব্রিজ ভেঙে পড়ে। সেসময় দু’জনের মৃত্যু হয়েছিল।

সম্প্রতি দুর্ঘটনাগ্রস্ত ব্রিজটির অডিট হয়েছিল। ব্রিজটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে বৃহন্মুম্বই পুরসভা(বিএমসি)। ব্রিজটিতে সামান্য সংস্কারের কথা বলা হয়েছিল অডিটে।
 
এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। পুর কমিশনারের সঙ্গে কথা বলেছেন ফড়নবীশ। কথা বলেছেন মুম্বই পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গেও।

অন্যদিকে, বিজেপি বিধায়ক রাজ পুরোহিত বলেছেন, “এটা দুর্ভাগ্যজনক ঘটনা। অডিটের সময় ব্রিজের যিনি ছাড়পত্র দিয়েছিলেন সেই ইঞ্জিনিয়রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”

মহারাষ্ট্রের মন্ত্রী বিনোদ তাওড়ে জানিয়েছেন, রেল ও পুরসভা যৌথভাবে এ ঘটনার তদন্ত করবে।