
রঙের অনুষ্ঠানে রাজনীতির রঙ মিলিয়ে দেওয়ার রেওয়াজ এ দেশে দীর্ঘকালের। দোল
বা হোলিতে রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ নতুন নয়। সব দলের নেতা-নেত্রীরাই এই
অনুষ্ঠানে অংশ নিয়ে জনসংযোগ ঝালিয়ে নিতে চান। তবে এবার কিঞ্চিত বেকায়দায়
পড়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ। কংগ্রেসের এই প্রবীণ নেতা দোলের
শুভেচ্ছা জানিয়ে নিজের তিনটি রঙিন ছবি পোস্ট করেছিলেন সোশালে। পরনে সাদা
পাঞ্জাবি এবং মুখে নানা রঙের আবির। কিন্তু, এ একেবারে অবাক কান্ড!
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর মুখের সব রঙই যেন সমান্তরাল রেখার মতো। এছাড়া
তাঁর সাদা পঞ্জাবির বেশিরভাগটাই পরিষ্কার।কমলনাথের এই ছবি টুইটারে ঠাট্টার
বিষয় হয়ে উঠেছে। একাংশের মন্তব্য, এটি হোলিতে দেখা সবচেয়ে মজার ছবি।