About Me

header ads

কলকাতায় তৈরি যুদ্ধজাহাজ পৌঁছল নৌবাহিনীর কাছে!

ল্যান্ডিং ক্র্যাফট ইউটিলিটি (এলসিইউ) এল-৫৬। ভারতীয় নৌ পরিবারের নতুন অতিথি। কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়র্স লিমিটেড (জিআরএসই) এর তৈরি সাম্প্রতিক যুদ্ধ জাহাজটি তাদের ১০০ তম মডেল। শনিবারই এই এল-৫৬ নৌ বাহিনীর কাছে পৌঁছেছে।

যুদ্ধ জাহাজটির ২১৬ জন সেনা বহনেরে ক্ষমতা রয়েছে। এছাড়া থাকছে দেশে তৈরি দু’টি সিআরএন ৯১ বন্দুক। জিআরএসই-এর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে “নৌ যানটি ৬৩ মিটার লম্বা এবং ১১ মিটার চওড়া। ১৫ নট দ্রুততার সঙ্গে এগোনোর ক্ষমতা রয়েছে। আধুনিক ইন্টিগ্রেটেড ব্রিজ সিস্টেম সম্পন্ন জাহাজ এটি”।

কলকাতার জিআরএসই-ই প্রথম ১০০ টি যুদ্ধ জাহাজ তৈরি করল ভারতীয় নৌবাহিনীর জন্য।

শনিবার আনুষ্ঠানিক ভাবে নৌসেনা আধিকারিক গোপীনাথ নারায়নের হাতে  ল্যান্ডিং ক্র্যাফট ইউটিলিটি (এলসিইউ) এল-৫৬ তুলে দিলেন জিআরএসই-র সিএমডি রিয়ার অ্যাডমিরাল ভিকে সাক্সেনা।

বিগত ২২ মাসে ভারতীয় নৌবাহিনীর জন্য ৮ টি যুদ্ধ জাহাজ তৈরি করেছে জিআরএসই।