About Me

header ads

প্রতীক্ষার অবসান, দেশে ফিরলেন উইং কমান্ডার অভিনন্দন!

দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে দেশের মাটিতে পা রাখলেন অভিনন্দন বর্তমান। গত কয়েকদিনের উৎকন্ঠা কাটিয়ে অভিনন্দনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিল গোটা দেশ।

অভিনন্দনের অপেক্ষায় শুক্রবার সকাল থেকে ওয়াঘা সীমান্তে ভিড় জমান অনেকে। জাতীয় পতাকা নিয়ে ওয়াঘা সীমান্তে অভিনন্দনকে স্বাগত জানাতে আসেন বহু মানুষ। ওয়াঘা সীমান্তে যান বায়ুসেনার আধিকারিকরাও।

অন্যদিকে, শুক্রবার ওয়াঘা সীমান্তে ‘বিটিং দ্য রিট্রিট’ বাতিল করে ভারত। ওয়াঘা সীমান্ত দিয়ে অভিনন্দনের দেশে ফেরার কারণেই ওয়াঘা সীমান্তে ‘বিটিং দ্য রিট্রিট’ ভারত বাতিল করেছে বলে জানা গিয়েছে।
 
অভিনন্দনকে মুক্তির সিদ্ধান্তের কথা বৃহস্পতিবার ঘোষণা করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শান্তি রক্ষার্থে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারকে ছাড়া হচ্ছে বলে জানান ইমরান। একইসঙ্গে সমস্যা মেটাতে ভারতকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী।
 
উল্লেখ্য, বুধবার অভিনন্দন বর্তমানকে হেফাজতে নেয় পাক সেনা। ওইদিন সকালে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাক যুদ্ধবিমান। আকাশপথে পাক হামলা বানচাল করতে আকাশে উড়ে যায় ভারতীয় বায়ুসেনার ২টি মিগ-২১ বিমান। একটি মিগ-২১ বিমানকে সে দেশে নামায় পাকিস্তান। এরপরই পাক সেনার মুখপাত্র দাবি করেন, অভিনন্দন নামে এক ভারতীয় পাইলটকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। এরপরই অভিনন্দনকে ফেরাতে তৎপর হয়ে ওঠে নয়া দিল্লি। ‘‘কোনওরকম দর কষাকষি নয়, অবিলম্বে অক্ষত অবস্থায় অভিনন্দনকে ফেরানো হোক’’, এই দাবিই পাকিস্তানকে করে ভারত।