
দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (এআইআইএমএস)-এর
‘ট্রমা সেন্টারে’র অপারেশন থিয়েটারে আগুন। ঘটনাস্থলে যায় দমকলের ৪টি
ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির কোনও খবর
মেলেনি। অগ্নিকাণ্ডের জেরে রোগীদের অন্যত্র সরানো হয়।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে দিল্লিতে সিজিও কমপ্লেক্সে আগুন লাগে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়।
গত মাসেও দিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। করোল বাগ এলাকার হোটেল অর্পিত প্যালেসে অগ্নিকাণ্ডে ১৭ জনের মৃত্যু হয়।#UPDATE Fire Dept: A fire broke out at AIIMS Trauma Centre at around 6pm. 24 fire tenders responded. Fire started from the basement of building where OT is located. Patients on the ground & first floor were evacuated. Oxygen leakage from a pipe being fixed. Fire under control. https://t.co/1815wcMVnE— ANI (@ANI) March 24, 2019
এর আগে, নয়ডা সেক্টর ১২-তে মেট্রো হাসপাতালের আইসিইউ-তে আগুন লেগেছিল। সূত্র মারফৎ জানা গিয়েছিল, হাসপাতালে ৬৬ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। যাঁদের মধ্যে ১৬ জন আইসিইউ-তে ভর্তি ছিলেন। তবে সেদিনের অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। রোগীদের নিরাপদে অন্যত্র সরানো হয়েছিল।