
কংগ্রেসের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী দলের রাজ্য সভাপতি
প্রদ্যোত কিশোরের বড়বোন প্রজ্ঞা দেববর্মণ। এর আগে কোনদিন নির্বাচনে
দাঁড়ান নি তিনি।এবারই প্রথম লড়ছেন নির্বাচনে। মঙ্গলবার প্রদ্যোত এবং অন্য
কংগ্রেস নেতাদের সঙ্গে নিয়ে প্রজ্ঞা দেববর্মণ গেলেন ধলাই জেলার জেলা শাসক
অফিসে সেখানে বিকাশ সিংহের কাছে জমা দিলেন মনোনয়ন।
ধলাই জেলা সদর
আমবাসাতে হয় সভা। সেখানে আইএনপিটি সভাপতি বিজয় রাংখল জগদীশ দেববর্মা,
প্রাক্তন সভাপতি বীরজিত সিনহাসহ কংগ্রেসের নেতার বক্তব্য রাখেন। প্রদ্যোত
সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই নির্বাচনে ত্রিপুরার সব মানুষ একদিকে
এবং অন্যদিকে বিজেপি। রাজ্যের মানুষ বিজেপিকে একটা উচিত শিক্ষা দেবে এই
নির্বাচনে। যার জন্য মানুষ তৈরি হচ্ছেন।
আমবাসা থেকে ধলাই জেলার জেলাশাসকের অফিসে প্রজ্ঞা এবং অন্য কংগ্রেস নেতার যান মিছিল করে। রাস্তার দুদিকে মানুষ তাকে দেখতে ভিড় জমিয়েছিলেন। এদিকে মনোনয়ন জমা দিতে যাবার আগে প্রজ্ঞা বলেন, বিগত দিন গুলিতে রাজ্যের মানুষের সঙ্গে প্রতারনা হয়েছে। তিনি সংসদে রাজ্যের মানুষের হয়ে কথা বলবেন