
আবারও নিয়ন্ত্রণ রেখায় গোলাবর্ষণ চালাল পাক সেনা। সোমবার সকালে
জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার সুন্দরবনি সেক্টরে গোলাবর্ষণ চালায় পাক
বাহিনী। পাশাপাশি মর্টারও ছোড়ে পাকিস্তান। এ ঘটনায় নিহত হয়েছেন এক সেনা
জওয়ান, জখম হয়েছেন আরও তিনজন। জখমদের ইতিমধ্যেই হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে এখন গোলাবর্ষণ থেমে গিয়েছে।
এদিনের হামলায় নিহত হয়েছেন সেনা জওয়ান করমজিৎ সিং। প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র লেফট্যানেন্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। পাল্টা কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনা। সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ নিয়ন্ত্রণ রেখায় বন্ধ হয় গুলির লড়াই। রবিবারও ওই এলাকায় গোলাবর্ষণ চালায় পাক সেনা।#JammuAndKashmir: Pakistan violated ceasefire in Rajouri district at about 0530 hours today by resorting to shelling with mortars and firing of small arms along LoC in Sunderbani sector. Indian Army retaliated effectively; firing stopped at 0715 hours.— ANI (@ANI) March 18, 2019
উল্লেখ্য, কয়েকদিন আগে জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় স্পেশাল পুলিশ আধিকারিকের। তাঁর বাড়ির সামনেই কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী গুলি চালায় বলে খবর। জখম অবস্থায় প্রথমে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই পুলিশ আধিকারিকের মৃত্যু হয়। নিহত পুলিশ আধিকারিক খুশবু জান বলে জানা গিয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুশবুর উপর গুলি চালিয়েছে জঙ্গিরা।