
ঠাকুরনগর, দুর্গাপুরের পর ময়নাগুড়ির সভা থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া
ভাষায় আক্রমণ করলেন মোদী। এদিন ময়নাগুড়ির সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘‘দিদির
আমলে অবাধে দাদাগিরি চলছে। বাম আমলের মতো খুন-খারাপি হচ্ছে। রাজনৈতিক
সংস্কৃতি নষ্ট হয়ে গিয়েছে। তৃণমূল হল কমিউনিস্ট সরকার পার্ট ২’’ এদিন
ময়নাগুড়ির সভায় বক্তব্য রাখতে গিয়ে তাঁর ‘চাওয়ালা’ অবতার নিয়ে মুখ খোলেন
নমো। তিনি বলেন, ‘‘উত্তরবঙ্গের মানুষের সঙ্গে আমার হৃদয়ের যোগ রয়েছে।
আপনারা চা তোলেন, আর আমি চা বানাই।’’ এরপরই মমতাকে কটাক্ষের সুরে মোদী
বলেন, ‘‘চাওয়ালাকে কীসের এত ভয় দিদির?’’
অন্যদিকে, মেট্রো চ্যানেলে মমতার
ধর্না মঞ্চ নিয়ে এদিন সুর চড়িয়েছেন মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘দেশের
ইতিহাসে এই প্রথমবার দেখলাম, কোনও মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্তদের আড়াল
করতে ধর্নায় বসেছেন। কাকে বাঁচাতে চাইছেন?’’ মোদী আরও বলেন, ‘‘যতই ধর্না
করা হোক না কেন, গরিবের যাঁরা টাকা লুঠ করেছেন, তাঁদের সব হিসেব চোকাতে
হবে। এই চৌকিদার কাউকে ছাড়বে না।’’