
কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর ঘটনার
পরিপ্রেক্ষিতে মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় একটি টুইট করেন। মঙ্গলবারের সেই
টুইটে রাজ্যপাল কাশ্মীরি সব কিছু বর্জন করার পক্ষেই সওয়াল করেন। অমরনাথ
যাত্রা অথবা কাশ্মীরে তৈরি হওয়া সব কিছু বর্জন করার ডাক দেন তথাগত রায়।
“ভারতীয়
সেনার এক অবসরপ্রাপ্ত কর্নেল সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়েছেন, কেউ
যেন অন্তত আগামী দু’বছর কাশ্মীর বেড়াতে না যান, কিংবা কাশ্মীরি বিক্রেতাদের
কাছ থেকে কিছু না কেনেন। আমি তাঁর সাথে সহমত পোষণ করছি,” এই ছিল একদা
বিজেপি নেতার টুইটের সারমর্ম।
An appeal from a retired colonel of the Indian Army: Don’t visit Kashmir,don’t go to Amarnath for the next 2 years. Don’t buy articles from Kashmir emporia or Kashmiri tradesman who come every winter. Boycott everything Kashmiri.— Tathagata Roy (@tathagata2) February 19, 2019
I am inclined to agree
এর প্রত্যুত্তরে পাল্টা একাধিক টুইট মারফত ক্ষোভ উগরে দেন কাশ্মীরের
প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বলেন, “তথাগতর মতো মানুষেরা কাশ্মীর
চান, কিন্তু কাশ্মীরিদের চান না। কিন্তু আদৌ কি তা সম্ভব?”
People like Tathagata want Kashmir but without Kashmiris. They’d sooner see us driven in to the sea. He’ll be best placed to know he can’t have one without the other so what’s it to be? https://t.co/BS1zAG78Xx— Omar Abdullah (@OmarAbdullah) February 19, 2019
টুইটারে তথাগত রায় নিজের পরিচয় দিয়েছেন দক্ষিণপন্থী রাজনৈতিক, সামাজিক
চিন্তাবিদ, এবং লেখক হিসেবে। তাঁর প্রথম টুইটের পর শোরগোল পড়ে যায় নেটিজেন
এবং রাজনৈতিক মহলে। ফের টুইট করেন তিনি।
The Pakistan Army (who are handling the Kashmiri separatists) was among their own in East Pakistan in 1971. They slaughtered and raped right and left. And they would have kept EP but for the whacking from India.— Tathagata Roy (@tathagata2) February 19, 2019
I am not suggesting that we go that far. But at least some distance? https://t.co/WxzEpdnw4Z
বিতীয় টুইটেও সুর অপরিবর্তিত রেখে কাশ্মীরি বিচ্ছন্নতাবাদীদের মদত দেওয়া
পাকিস্তান সেনার বিরুদ্ধে চরম অবস্থান নেওয়ার পক্ষেই মত প্রকাশ করলেন
মেঘালয়ের রাজ্যপাল।