
পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন দেশের ৪০ জন জওয়ান। যে
ঘটনায় নাম না করে পাকিস্তানকে নিশানা করেছে মোদী সরকার। জঙ্গি হামলার ঘটনায়
‘মোস্ট ফেভারড নেশন’-এর তকমা প্রত্যাহার করে পাকিস্তানকে কোণঠাসা করার
চেষ্টা করেছে ভারত সরকার। এহেন প্রেক্ষাপটেই আজ কুলভূষণ মামলার শুনানি
আন্তর্জাতিক ন্যায় আদালতে। দেশের প্রাক্তন নৌ সেনা আধিকারিক কুলভূষণ যাদবের
কনস্যুলার অ্যাকসেসের আর্জি জানাবে ভারত সরকার।
উল্লেখ্য, চরবৃত্তির
সন্দেহে পাকিস্তানে ধৃত ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের ফাঁসি দেওয়া নিয়ে
গতবছর থেকে বিস্তর টানাপোড়েন দু’দেশের মধ্যে। পুলওয়ামার ঘটনার পর এ মামলায়
দু’দেশের মধ্যে চাপানউতোর বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
২০১৬ সালের
৩ মার্চ ইরান থেকে পাকিস্তান সীমান্ত পেরোনোর সময় কুলভূষণ যাদব ধরা পড়েন
বলে জানিয়েছিলেন পাক আধিকারিকরা। চরবৃত্তির অভিযোগে ২০১৭ সালের এপ্রিলে পাক
সামরিক আদালতে তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। এরপরেই কুলভূষণ ইস্যুতে
আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ হয় ভারত। কূলভূষণ চর নন বলে দাবি
করেছে ভারত। ২০১৭ সালে কুলভূষণের মৃত্যুদণ্ডের সাজায় স্থগিতাদেশ দেয়
আন্তর্জাতিক ন্যায় আদালত।

আন্তর্জাতিক ন্যায় আদালতের ওয়েবসাইট মারফৎ জানা গিয়েছে, ১৮ ফেব্রুয়ারি
থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত কুলভূষণ মামলার শুনানি চলবে। বিদেশমন্ত্রকের
মুখপাত্র রবীশ কুমার বলেছেন, “যেহেতু বিষয়টি বিচারাধীন, ফলে এ নিয়ে
জনসমক্ষে বেশি কথা বলা উচিত হবে না। আমাদের যা করার, তা আমরা আদালতেই করব।”
কুলভূষণ মামলায় পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অ্যাটর্নি
জেনারেল আনওয়ার মনসুর। পাকিস্তানের সংবাদপত্র ডন এ খবর জানিয়েছে। ভারতের
প্রতিনিধিত্ব করবেন হরিশ সালভে।