
উনিশের ব্রিগেডের পর দিল্লির যন্তর মন্তর। লোকসভা ভোটের আগে আবারও বিজেপি
বিরোধী জোটের ছবি সামনে এল। মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়ে এবার রাজধানীতে
‘সত্যাগ্রহ’ কর্মসূচির ডাক দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ
কেজরিওয়াল। কেজরির এদিনের ধর্না কর্মসূচি যে বিজেপি বিরোধী জোটে বাড়িতি
অক্সিজেন জোগাবে তা বলাই বাহুল্য। কেজরির এদিনের কর্মসূচিতে যোগ দিয়েছেন
মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিজেপি বিরোধী দলগুলির নেতারা। অন্যদিকে, রাজ্যে
তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তুললেও এদিন কেজরির কর্মসূচিতে মমতার সঙ্গেই দেখা
গিয়েছে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে।
All political parties have come together to join the "तानाशाही हटाओ - लोकतंत्र बचाओ सत्याग्रह" of @ArvindKejriwal at #JantarMantar #SaveIndianDemocracy #UnitedOpposition pic.twitter.com/Oajo5W5BAC— AAP (@AamAadmiParty) February 13, 2019
ইতিমধ্যেই কেজরির বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা
বন্দ্যোপাধ্যায়। কেজরির এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের
মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও। এছাড়াও কংগ্রেস, এনসিপি, টিডিপি, ডিএমকে,
সমাজবাদী পার্টি, বসপার নেতারাও যোগ দিচ্ছেন এদিনের কর্মসূচিতে। বিক্ষোভ
কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানানো
হয়েছে। তবে শেষমেশ কেজরির সত্যাগ্রহ কর্মসূচিতে রাহুলের আসার সম্ভাবনা নেই
বলে জানা গিয়েছে।
West Bengal CM @MamataOfficial who stood firm and faught against the tyranny of the Modi Sarkar receives a huge cheer from the massive crowd at #JantarMantar #SaveIndianDemocracy pic.twitter.com/iNBNZqp4fG— AAP (@AamAadmiParty) February 13, 2019
এদিকে, এদিন সংসদে চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে মমতা সরকারকে কার্যত তুলোধনা
করেছেন অধীর চৌধুরী। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির এহেন আচরণ নিয়ে সংসদে
সোনিয়া গান্ধীর কাছে ‘নালিশ’ জানিয়েছেন মমতা।