About Me

header ads

পুলওয়ামার পর সোপোর, কাশ্মীরে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই!

সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর। শুক্রবার সকালে উত্তর কাশ্মীরের সোপোরের ওয়ারপোরা এলাকায় শুরু হয়েছে গুলির লড়াই। এ ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের জেরে এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাত থেকে সোপোরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

গত সোমবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পিংলানা এলাকায় প্রায় ১৬ ঘণ্টা ধরে চলে সেনা-জঙ্গি গুলির লড়াই। সেদিনের এনকাউন্টারে নিহত হন এক মেজর-সহ চারজন জওয়ান। গুলির লড়াইয়ে প্রাণ হারান এক পুলিশ কর্মী ও এক স্থানীয় বাসিন্দাও। সেদিনের এনকাউন্টারে নিহত হয় তিন জঙ্গিও। গুলির লড়াইয়ে জখম হন এক ব্রিগেডিয়ার, দক্ষিণ কাশ্মীরের ডিআইজি অমিত কুমার ও এক লেফটেন্যান্ট কর্নেল।

সেদিন পিংলানা গ্রামে দু-তিনজন জঙ্গি লুকিয়ে ছিল বলে খবর পায় জম্মু-কাশ্মীর পুলিশ। খবর পাওয়ার পরই রবিবার রাত থেকে পিংলানা গ্রাম ঘিরে ফেলে পুলিশ, সেনা ও আধা সামরিক বাহিনী। এলাকায় তল্লাশি চালানোর সময়ই নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় কমপক্ষে ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়ে। যে ঘটনায় শোকে বিহ্বল হয়ে পড়ে গোটা দেশ। স্বাধীন ভারতের ইতিহাসে কাশ্মীরে এতবড় জঙ্গি হামলা আগে ঘটেনি। সেদিনের হামলার দায় স্বীকার করেছে জইশ-এ-মহম্মদ। আদিল আহমেদ দার নামে এক জইশ জঙ্গি এই আত্মঘাতী হামলা চালায় বলে দাবি করেছে ওই জঙ্গি সংগঠন।