About Me

header ads

ভারত সুরক্ষিত হাতেই রয়েছে: মোদী

‘‘আজ একটা বিশেষ দিন’’, মঙ্গলবার ভোর রাতে সার্জিক্যাল স্ট্রাইকের পর এই ভাষাতেই প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজস্থানের সভায় মোদী বলেছেন, ‘‘আপনাদের উদ্দীপনা বুঝতে পারছি আজ। আপনাদের আজ মেজাজটাই আলাদা। আপনাদের নিশ্চিত করে বলতে পারি ভারত সুরক্ষিত হাতেই রয়েছে।’’ পুলওয়ামা হামলার পর নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় বায়ুসেনার হানা প্রসঙ্গে মোদী আরও বলেছেন, ‘‘দেশের মাথা কখনই নত হতে দেব না। এটা আমার প্রতিজ্ঞা আপনাদের কাছে। দেশের থেকে বড় কিছু হতে পারে না।’’

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করল ভারতীয় বায়ুসেনা। ভারতীয় বায়ুসেনার ১২টি ‘মিরাজ ২০০০’ বিমান জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। ভারতীয় বায়ুসেনার সূত্র মারফৎ এএনআই জানিয়েছে, এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ ভারতীয় বায়ুসেনার মিরাজ ২০০০ বিমান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এই অভিযান চালায়। হাজার কেজি বোমা নিক্ষেপ করে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার ভারতীয় বিদেশ সচিব বিজয় গোখলে জানান, ‘‘বালাকোটে জইশের সবথেকে বড় জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। জইশ-এ-মহম্মদের বহু জঙ্গি, সিনিয়র কমান্ডার, প্রশিক্ষকরা মারা গিয়েছে।’’ গোখলে আরও বলেন, ‘‘দেশে আরও আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিল জইশ। এজন্য প্রশিক্ষণ চালানো হচ্ছিল বলে খবর পেয়েছিলাম। সেকারণেই বালাকোটে এদিন জইশ ঘাঁটিতে হানা দেওয়া হল।’’ বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বালাকোটের ওই প্রশিক্ষণ শিবিরের মাথায় ছিলেন মাসুদ আজহারের আত্মীয় মৌলনা ইউসুফ আজহার।

অন্যদিকে, পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন,‘‘আজ পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন দেখিয়েছে ভারত। প্রথমত, নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করা হয়েছে। আত্মরক্ষার্থে যোগ্য জবাব দেওয়ার অধিকার রয়েছে পাকিস্তানের।’’