
অলোক ভার্মার উত্তরসূরি হচ্ছেন ঋষি কুমার শুক্লা। নতুন সিবিআই ডিরেক্টর
হচ্ছেন তিনি। এর আগে মধ্য প্রদেশ পুলিশের ডিজি পদে কর্মরত ছিলেন শুক্লা।
মধ্যপ্রদেশ ক্যাডারের ১৯৮৩ সালের আইপিএস ঋষি কুমার। তাঁর নিয়োগে ছাড়পত্র
দিয়েছে কমিটি। আগামী দু বছরের জন্য সিবিআই ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হল
তাঁকে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সিবিআইয়ের ঘরে টালবাহানা চলছিল। সহযোগী
ডিরেক্টর রাকেশ আস্থানার সঙ্গে অলোক ভার্মার দ্বন্দ্বের জেরে শেষমেশ
রাতারাতি সিবিআইয়ের ডিরেক্টর পদ থেকে সরানো হয়েছিল ভার্মাকে। পরিবর্তে
সিবিআইয়ের অন্তর্বর্তীকালীন ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছিল নাগেশ্বর
রাওকে। যা নিয়ে বিতর্ক বাঁধে।
চলতি মাসে দ্বিতীয়বারের মতো সিবিআই
অধিকর্তার পদ থেকে অপসারিত হন ভার্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
নেতৃত্বাধীন তিন সদস্যের সিলেক্ট কমিটিতে ২-১ ভোটাভুটিতে ভার্মাকে সিবিআই
ডিরেক্টর পদ থেকে অপসারণ করা হয়। এরপরই তাঁকে দমকলের ডিজি পদের দায়িত্ব
দেওয়া হয়েছিল। যদিও দমকলের ডিজি হিসেবে দায়িত্ব নিতে অস্বীকার করেন অলোক
ভার্মা। এর আগে, ভার্মাকে সিবিআইয়ের ডিরেক্টর পদ থেকে অপসারণের কেন্দ্রীয়
সিদ্ধান্ত খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট।
অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কমিটি সিবিআই
ডিরেক্টর পদ থেকে অলোক ভার্মাকে অপসারণের এক সপ্তাহ পর স্পেশাল ডিরেক্টর
রাকেশ আস্থানাকেও সরানোর নির্দেশ দেয়। আরও তিন বরিষ্ঠ পদমর্যাদার
আধিকারিককেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Rishi Kumar Shukla, 1983 batch IPS officer of Madhya Pradesh cadre,
was on Saturday appointed as the new chief of the Central Bureau of
Investigation (CBI). The appointment came almost a day after his name
was short-listed during the second meeting of the PM Narendra Modi-led selection committee.
“The Appointments Committee of the Cabinet has, based on the panel
recommended by the Committee constituted as per Section 4A(1) of the
Delhi Special Police Establishment Act, 1946, approved the appointment
of Shri Rishi Kumar Shukla, IPS (MP: 1983) as Director, Central Bureau
of Investigation (CBI) vice Shri Alok Kumar Verma, IPS (AGMU: 1979), for
a period of two years from the date of assumption of charge of the
office,” read a letter by the Department of Personnel and Training.
Shukla
is at present chairman of Madhya Pradesh Police Housing Corporation in
Bhopal. He was recently transferred from the post of Director General of
Madhya Pradesh Police to the police housing corporation.The CBI chief’s
post has been lying vacant since January 10 after the unceremonious
exit of Alok Verma, who had been engaged in a bitter fight with
Gujarat-cadre IPS officer Rakesh Asthana over corruption charges.
After
being removed from this post of CBI Director by the PM-led committee,
Verma was supposed to take over charge of Fire Services, Civil Defence
and Home Guards as Director General. However, Verma did not accept the
offer and wrote to the government, saying he should be considered as
deemed superannuated as he has completed 60 years age of superannuation
on July 31, 2017.
He
had taken over as the CBI chief on February 1, 2017 for a fixed
two-year tenure that ended Thursday. M Nageswara Rao has been working as
the interim CBI chief since Verma’s ouster.