
আমরা একবিংশ শতাব্দীর মানুষ, এই আধুনিকতার যোগে একদিকে প্রযুক্তি আজ আমাদের হাতের মুঠোয়, অন্যদিকে আমাদের মনুষ্যত্ব পর্যায় ক্রমে বিলুপ্তির পথে।
তারই নিদর্শন দেখা গেল পানিসাগর মহকুমা শহরের রাজপথ সংলগ্ন
ফুটপাতে। ঘটনাটি আজ সকাল আনুমানিক এগারোটা নাগাদ অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন বয়স
চল্লিশের কাছাকাছি এক যুবককে পানিসাগর বাজারের ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায়
অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখা যায়। বিশেষ করে নো-পার্কিং জোনে এমতাবস্থায় জনবহুল
রাস্তার পাশে পরে থাকা ব্যক্তিটির প্রতি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা যায়
নি। অবশেষে পানিসাগর মহকুমা প্রশাসন ও আরক্ষা প্রশাসনের যৌথ উদ্যোগে বিকাল
আনুমানিক ৪টা নাগাদ পানিসাগর অগ্নিনির্বাপক কর্মীদের সহায়তায় ঐ ব্যক্তিকে পানিসাগর
হাসপাতালে প্রেরণ করা হয়। অবাক করার বিষয় যে পানিসাগরের মত জনবহুল শহরের কিছু
দূরত্বে এধরনের অমানবিক ঘটনা বর্তমান সমাজকে কলুষিত করেছে।
সমাজের ভারসাম্যহীন
ব্যক্তিদের প্রতি সাহায্য সহযোগিতার বদলে আমাদের যে অমানবিক অবহেলা পরিলক্ষিত
হচ্ছে তা আমাদের বর্তমান শিক্ষিত সমাজের জন্য লজ্জার বিষয়।