About Me

header ads

স্বামী বিবেকানন্দের জন্ম বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ।


১২ই জানুয়ারি ২০১৯ইং স্বামী বিবেকানন্দের জন্ম বার্ষিকী উপলক্ষে স্বামী বিবেকানন্দ সমাজসেবী সংঘ, দেওয়ানপাশা এর উদ্যুগে এবং প্রনবানন্দ বিদ্যামন্দির, পূর্ব হুরুয়া এর সহযোগীতায় দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করা হয় এবং সংস্থার নতুন অফিস ঘরের শুভ উদ্বোধন করেন স্বামী অচলানন্দ জী।